thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঈদের পরে বাড়লো সূচক,কমলো লেনদেন 

২০২১ মে ১৭ ০৩:৪১:৫০
ঈদের পরে বাড়লো সূচক,কমলো লেনদেন 

দ্য রিপোর্টপ্রতিবেদক: ঈদের বন্ধের পর প্রথম কার্যদিবস রোববারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থান দেখা গেছে । তবে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান ।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্টএবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকার। এ হিসেবে রোববারডিএসইতে আগের দিন থেকে ৩৫ কোটি ২০ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ৮৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯০পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দ্য রিপোর্ট/এএস/১৬ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর