thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ব্রাজিলিয়ান গোলরক্ষকের গোলে আশা জিইয়ে রাখল লিভারপুল

২০২১ মে ১৭ ০৯:৫৩:৫৮
ব্রাজিলিয়ান গোলরক্ষকের গোলে আশা জিইয়ে রাখল লিভারপুল

দ্য রিপোর্ট ডেস্ক: ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক অ্যালিসন বেকারের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে জয় তুলেছে লিভারপুল। এতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতের দৌড়ে টিকে রইল অলরেডরা।

রোববার রাতে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-১ গোলে জয় তুলেছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠ হাওথ্রন্সে ১৫ মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছিল ইয়ুর্গেন ক্লাবের শিষ্যদের। ওয়েস্ট ব্রমের পক্ষে গোল তুলেন হাল রবসন কানু।

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানির দিকে থাকা দলটিকে অবশ্য ৩৩তম মিনিটেই গোলশোধ করেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

১-১ গোলে সমতায় নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ফিরে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে।

সফরকারীদের আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতের লড়াই চলতে থাকে।

ম্যাচের একেবারে শেষ সময় কর্নার পায় লিভারপুল। গোলপোস্ট থেকে প্রতিপক্ষের ডি বক্সে উঠেন গোলরক্ষক বেকার। ৯০+৫ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড কিক নিলে হেডের মাধ্যমে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান এই তারকা।

১৮৯২ সালে লিভারপুল প্রতিষ্ঠিত হয়েছিল। ১২৯ বছরের ইতিহাসে দলটির জার্সি গায়ে এবারই প্রথম গোল তুলে নিলেন কোনও গোলরক্ষক।

৩৬ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট তুলে পঞ্চম স্থানে রয়েছে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে ওয়েস্ট ব্রম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর