thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টানা উত্থান চলছে পুঁজিবাজারে

২০২১ মে ১৭ ১৫:৫৪:২৩
টানা উত্থান চলছে পুঁজিবাজারে

দ্য রিপোর্টপ্রতিবেদক: পুঁজিবাজারে চলছে টানা উত্থান। ঈদের পর টানা উত্থান চলছে পুঁজিবাজারে। সোমবার সূচকরে পাশাপাশি লেনদেনেও বেড়েছে বড় ব্যবধানে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্টএবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার। এ হিসেবে সোমবার ডিএসইতে আগের দিন থেকে ১১৬ কোটি ২৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৭৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৩ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

দ্য রিপোর্ট/এএস/১৭ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর