thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সূচক কমেছে, লেনদেন ১৭’শ কোটি টাকা

২০২১ মে ১৮ ১৫:৪৩:৪৯
সূচক কমেছে, লেনদেন ১৭’শ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদ শেষে পুঁজিবাজারে টানা উত্থানের পর আজ মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে চলছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭’শ কোটি টাকারও বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্টএবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ টাকার। এ হিসেবে সোমবার ডিএসইতে আগের দিন থেকে ১৮৫ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩ টির, দর কমেছে ২১৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

দ্য রিপোর্ট/এএস/১৮ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর