thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সাংবাদিক রোজিনা গ্রেপ্তার: তারকাদের প্রতিবাদ

২০২১ মে ১৯ ০৭:৪৮:৫২
সাংবাদিক রোজিনা গ্রেপ্তার: তারকাদের প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক: সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। অন‌্যান‌্য পেশাজীবী মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও সোশ‌্যাল মিডিয়ায় এ দাবি তুলেছেন।

সাংবাদিকদের একটি পরামর্শ দিয়ে গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন—‘কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মাস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা এবং রুটিন করে আগামী এক মাস স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের দুর্নীতি নিয়ে আরো বেশি বেশি রিপোর্ট করা। যা তারা থামাতে চেয়েছে, তাকেই আরো জ্বালিয়ে দেয়াটাই হবে আসল উত্তর।’

রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালি চেপে ধরা। বিষয়টি উল্লেখ করে জয়া আহসান লিখেছেন, ‘রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা! রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনো ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো? রোজিনাকে তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

অন‌্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘করোনার কারণে আমরা যে মুখোশ পরা শুরু করেছি, সে অভ্যাসটা চলমান থাক। কিন্তু আসুন, আসল মুখোশটা খুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। দৃপ্ত কণ্ঠে আওয়াজ তুলি—রোজিনা ইসলামের মুক্তি চাই।’

অনেক পুলিশ সদস‌্যের উপস্থিতিতে আদালতে হাজির করা হয় রোজিনা ইসলামকে। এ বিষয়টি স্মরণ করে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘একজন সাংবাদিক নিতে এত পুলিশ লাগছে? এত ভয় পাইছে ক্যান?’

শ্রোতাপ্রিয় অনেক গানের গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ থেকে একটা কার্যক্রম শুরু করেন। স্বাস্থ্য বিভাগের দেশের চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তা এবং এদের সহযোগিদের ছবি সামনে আনেন, এদের নিয়ে ট্রল করেন। দেশে বিদেশে যেখানে হোক এদের আত্মীয়-স্বজনদেরও তিরষ্কার করেন লজ্জা দেন, ঘৃণা প্রকাশ করেন। এই করনাকালীন ভয়াবহ সময়ে স্বাস্থ্যখাতে দুর্নীতি করা মানুষগুলোই আমার, আমাদের মৃত্যু নিশ্চিত করছে, এরাই দেশের সবচেয়ে বড় শত্রু।’

এছাড়াও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, কণ্ঠশিল্পী সোমনূর কোনাল, পরিচালক মাসুদ পথিকসহ অনেকে প্রতিবাদ জানিয়েছেন

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর