thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

২০২১ মে ১৯ ০৭:৫২:৩২
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার এবং তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দেশের প্রায় সব টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টালের কয়েক শ সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন সাংবাদিকরা। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘রোজিনার মুক্তি চাই’, ‘বাকস্বাধীনতা সাংবিধানিক অধিকার’, ‘হাতকড়া হাতে গণমাধ্যম হাঁটে’, ‘প্রিজনভ্যানে সাংবাদিক’, ‘রোজিনা ইসলামকে দায়িত্ব পালনের সময় সহযোগিতা না করে হেনস্তা করা হলো কেন?’, ‘বাকস্বাধীনতা সাংবিধানিক অধিকার’, ‘সাংবাদিকতা সংশ্লিষ্ট সব কালাকানুন বাতিল চাই’, ‘সৎ ও সাহসিকতার সাংবাদিকতার ভবিষ্যৎ কী’।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানি বলেন, রোজিনা ইসলাম একজন সৎ এবং মেধাবী সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে নিউজ করার কারণে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার রোষানলে পড়েছেন। আমরা সাংবাদিক সমাজ থেকে এর তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে অনতিবিলম্বে তাঁকে মুক্তির দাবি জানাচ্ছি।

এ সময় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ বলেন, এক রোজিনাকে কারাগারে নিয়ে দুর্নীতিবাজরা ভেবেছিল সবকিছু বন্ধ হয়ে যাবে। আমরা বলতে চাই, এ ঘটনার পর আরও শত রোজিনা ইসলাম তৈরি হবে।

দীপ আজাদ বলেন, সাংবাদিকদের নির্যাতন করে দুর্নীতির নিউজ বন্ধ করা যাবে না। বরং যারা একাজে জড়িত তাদের চেহারা আরও উন্মোচিত হবে।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম বলেন, ‘কালাকানুন, হেফাজতে নির্যাতন, জেল-জুলুম দিয়ে আমরা এই অনাচারের প্রতিবাদ জানাব না, সাংবাদিকতা আমাদের অস্ত্র। আমরা সাংবাদিকতা দিয়েই এই পরিস্থিতির মোকাবিলা করব। আমি নিশ্চিত, কারাবন্দি রোজিনা ইসলামও ফিরে এসে সাংবাদিকতা করেই তাঁর ওপর করা অন্যায়ের জবাব দেবেন।’

প্রথম আলোর আরেক জ্যেষ্ঠ প্রতিবেদক ফকরুল ইসলাম হারুন বলেন, ‘রোজিনা ইসলাম যে ধরনের সাংবাদিকতা করছিলেন বা করেছেন, এ ধরনের সাংবাদিকতা করার প্রচুর সুযোগ রয়েছে। আমাদের এসব নিয়ে ভাবতে হবে, লিখতে হবে। মূল কথা হচ্ছে আমাদের সঠিক সাংবাদিকতা করে এগিয়ে যেতে হবে।’

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম বলেন, ‘ধরে নিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ সত্য। যদিও তা সত্য হওয়ার সুযোগ কম। আমার প্রশ্ন হচ্ছে, কোন ক্ষমতাবলে রোজিনা ইসলাম আপাকে তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখল? তাঁকে শারীরিক-মানসিক নির্যাতন করা হলো, এটার জন্য সংশ্লিষ্টদের শাস্তি হওয়া উচিত। রাষ্ট্রীয় অতিগুরুত্বপূর্ণ ফাইল সচিবের একান্ত সচিবের দপ্তরে পুরোপুরি অরক্ষিত অবস্থায় থাকবে, এটা কি বিশ্বাসযোগ্য?’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্ত বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের ঘটনা বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত। সরকারের উচিত তাঁকে শর্তহীনভাবে এবং দ্রুত ছেড়ে দেওয়া। পাশাপাশি তাঁকে হেনস্তা ও নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ার কারণেই এমনটা বার বার ঘটছে।’

মানববন্ধনে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, কিছুদিন ধরে করোনার কারণে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এজন্য রোজিনা ইসলাম নিয়োগ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ক্ষুব্ধ হয়ে তারা এমন পদক্ষেপ নিয়েছে। আমরা আদালতের ওপর আস্থাশীল এবং আইনের পথে মোকাবিলা করব।

সাজ্জাদ শরিফ বলেন, আমরা ন্যায়বিচার পাওয়ার আশা করছি। কারণ রোজিনা ইসলাম সেখানে সাংবাদিক হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।

এ সময় প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘এমন ঘটনা সাংবাদিক সমাজের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনে না। আমরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই। আশা করছি, দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রোজিনা মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসবে। এজন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে রোজিনার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং যারা শারীরিকভাবে রোজিনাকে হেনস্তা করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

আনিসুল হক আরও বলেন, ‘আইনের বাইরে একজন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে, একজন লেখক হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসেবে আমি বলতে চাই, স্বাধীন সাংবাদিকতার পক্ষে দেশের সব সাংবাদিককে এক হতে হবে। আপনারা আওয়াজ তুলুন, এই মামলা আজকেই প্রত্যাহার করা হোক।’

আনিসুল হক বলেন, ‘আমরা সরকারের সহযোগী, আমরা প্রশাসনের সহযোগী। আমরা দুর্নীতির খবর তুলে না ধরলে সরকার কীভাবে জানবে দেশে দুর্নীতি হচ্ছে। কাজেই আমরা সরকারের উপকার করার চেষ্টা করছি এবং রোজিনা ইসলাম তাঁর পেশাগত দায়িত্বপালন করে যাচ্ছিলেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর