thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এশিয়া কাপ বাতিল ঘোষণা

২০২১ মে ২০ ১০:৫৬:৫৭
এশিয়া কাপ বাতিল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে এশিয়া কাপ বাতিল করার সিদ্ধান্ত এসেছে। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি জানায়।

২০২৩ সালের মধ্যে আর এই টুর্নামেন্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী অরবিন্দ ডি সিলভা।

তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি।

২০২০ সালে শ্রীলঙ্কার মাটিতে বসার কথা ছিল ছয় জাতীর এশিয়া কাপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি এই আয়োজনে অংশ নেয়ার কথা ছিল আফগানিস্তান ও মালেশিয়ার। যদিও করোনা প্রকোপে তা স্থগিত করা হয়। একবছর পিছিয়ে চলতি বছর আয়োজন করার ইচ্ছা প্রকাশ করা হয়। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত এনেছে। তাই এবার এশিয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর বাতিল করার সিদ্ধান্ত নিলো আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

২০২২ এবং ২০২৩ সালে টানা সূচি থাকায় এই সময়ে এশিয়ার কাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডে।

২০২৩ সালের পর এই টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানানো হয়।

২০১৮ সালে শেষ বার বসেছি এই টুর্নামেন্ট। শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা তুলে নেয় ভারত।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর