thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সানী-মৌসুমীর ছেলেও আসামি হবেন যদি...

২০২১ মে ২০ ১০:৫৯:৫০
সানী-মৌসুমীর ছেলেও আসামি হবেন যদি...

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীনের মালিকানাধীন সিসা বার থেকে আটককৃত ১১ জনকেই আসামি করে মামলা করেছে পুলিশ। অবৈধ সিসা সেবনের দায়ে গুলশান ২-এ অবস্থিত স্বাধীনের ‘মন্টানা লাউঞ্জ’ থেকে মঙ্গলবার রাতে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দীন ইসলাম, মোহাম্মদ হৃদয়, নাসির উদ্দিন, সৌরভ কস্তা, ওমর ফারুক, রিজওয়ান রোজারিও, মোহাম্মদ মাসুম, ইলিয়াস হোসেন, জুলহাস মিয়া, মোহাম্মদ বিজয় ও শিমুল কস্তা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

তবে এই মামলায় সিসা বারটির মালিক স্বাধীনকে আসামি করা হয়নি। কিন্তু কেন? ‘মন্টানা লাউঞ্জ’-এর মালিক হিসেবে এ ঘটনায় কি তার কোনো সংশ্লিষ্টতা নেই?

এ প্রসঙ্গে বুধবার রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘অভিযানে যাদের আটক করা হয়েছে শুধু তাদেরকেই আসামি করা হয়েছে। সিসা বারের মালিককে আসামি করা হবে কি না তা তদন্তের বিষয়। তদন্ত করে যদি এ ঘটনায় মালিকের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাকেও আসামি করা হবে।’

এদিকে, ছেলের সিসা বারে অভিযানের ঘটনায় ক্ষেপেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি গণমাধ্যমের কাছে প্রশ্ন রাখেন, ‘দেশে সিসা বার অবৈধ কেন? সিসা তো সিগারেটের চেয়েও কম ক্ষতিকর। গুলশান-বনানীতে এমন ৪০টির মতো সিসা বার রয়েছে। তাহলে সিসা বার অবৈধ হবে কেন?

সানীর এই মন্তব্যে হতাশ সোশ্যাল মিডিয়ার ভক্তরা। তাদের প্রশ্ন, একজন তারকা হয়ে একটা অবৈধ নেশার দ্রব্যের পক্ষে কীভাবে কথা বলতে পারেন ওমর সানী! তিনি আর মৌসুমী তো বিভিন্ন সময়ে নানা মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তবে কি ছেলের পক্ষে সাফাই গাইতেই অভিনেতার এমন ভোল বদল?’

যদিও সোশ্যাল মিডিয়ার দর্শকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি সানী বা মৌসুমী। আপাতত তারা পুলিশি তদন্তের দিকে তাকিয়ে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর