thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডিপিএলে খেলা নিয়ে সংশ'য় মাশরাফীর

২০২১ মে ২০ ১৪:২৬:১৯
ডিপিএলে খেলা নিয়ে সংশ'য় মাশরাফীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়া কোনো ফরম্যাট থেকেই অবসরের সিদ্ধান্ত নেননি মাশরাফী বিন মোর্তজা। গতবছর ওয়ানডের নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেন তিনি।

তবে নিয়মিতই খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সেক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের মৌসুমেও খেলার কথা তার। শেখ জামাল ধানমন্ডির হয়ে স্থগিত হওয়া লিগে গতবার খেলা মাশরাফীর এবারও সেই দলের খেলার কথা।

চলতি মাসের ৩১ তারিখে শুরু হবার কথা রয়েছে এবারের ডিপিএল। ওয়ানডের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তবে মাশরাফী খেলবেন কি না এ নিয়ে রয়েছে সংশয়।

একে তো ব্যস্ত সময় কাটাচ্ছেন সংসদীয় আসন নড়াইল-২ এ। এদিকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে ক্লাব। অনুশীলনও শুরু হয়ে যাবে আগামী ২২ তারিখ।

তবে কী মাশরাফী খেলবেন না? এ নিয়ে মাশরাফী বিন মোর্তজার একটি ঘনিষ্ঠ সূত্র আরটিভি নিউজকে জানিয়েছেন, “এখনও নিশ্চিত নয় ডিপিএলে মাশরাফীর খেলা নিয়ে। লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকাটাও না খেলার কারণ।”

গত বছর করোনার কারণে স্থগিত হওয়া প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রথম রাউন্ড খেলেছিলেন মাশরাফি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর