thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

পেলো সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

২০২১ মে ২১ ১৬:৩৫:২২
পেলো সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

দ্য রিপোর্ট প্রতিবেদক: এ প্রজন্মের নায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। নির্মাণ করেছিলেন চয়নিকা চৌধুরী। গেলো বছরের ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে।

মুক্তির পর টানা শতাধিক দিন সিনেমা হলে চলেছিল ‘বিশ্বসুন্দরী’। এমনকি এখনো দেশের অন্তত বিশটি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে এই সিনেমা।

তবে এবার দর্শকদের জন্য ‘বিশ্বসুন্দরী’ টিম আরও সহজ সুযোগ নিয়ে এলো। সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে অনলাইনে। এর ফলে যেকোনো দর্শক ঘরে বসেই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

তবে ‘বিশ্বসুন্দরী’র অনলাইনে মুক্তির প্রক্রিয়াটি একটু ভিন্ন। এর জন্য আলাদা একটি লিংক তৈরি করা হয়েছে। যেখানে প্রতিদিন ১২টা থেকে চারটি শো প্রদর্শিত হবে। যেকোনো শো দেখার জন্য দর্শকরা টিকেট কাটতে পারবেন। প্রতিটি টিকেটের মূল্য ২০০ টাকা।

এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান জানান, অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পাচ্ছে এটি। যা খুব সহজ উপায়ে দেখা যাবে মাত্র ২’শ টাকার বিনিময়ে। এর জন্য কোনও অ্যাপস্-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। এসএমএস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে। দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনও একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘণ্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ দেখতে পারবেন।

আরও জানান, টিকিট সংগ্রহ করতে বাংলাদেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট ও বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট/ ডেবিট, স্ট্রাইপ, পে পাল, মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

উল্লেখ্য, ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সিয়াম ও পরীমনির সঙ্গে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত ও খালেদ হোসেন সুজন প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর