thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

মোসাদ্দেকের সুযোগ পাওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

২০২১ মে ২২ ১৭:২৮:০৬
মোসাদ্দেকের সুযোগ পাওয়ার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় দলের জার্সিতে ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালের জুলাইয়ে। করোনা পরবর্তী ক্রিকেটে বিসিবি প্রেসিডেন্টস কাপে ৪ ম্যাচে ৬৩ রান করেন। সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ১১ ম্যাচে ১৪৮ রান তুলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুযোগ হয়নি তার। নিউজিল্যান্ড সফরে ছিলেন। যদিও প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠে নামা হয়নি। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নেমে তার ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে থেকে করেছেন অনুশীলন। প্রস্তুতি ম্যাচে করেছেন ২৫ রান। সুযোগ মিলেছে প্রথম দুই ম্যাচের মূল স্কোয়াডে।

রোববার (২৩ মে) মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আহামরি পারফরমেন্স না করেও কেনো স্কোয়াডে রয়েছে মোসাদ্দেক হোসেনের নাম? এমন প্রশ্নের জবাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই কোচ।

‘আমরা সাত নম্বরের জন্য এমন কাউকে চাচ্ছিলাম যে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন পারবে। আফিফ, মোসাদ্দেক এই ভাবনা থেকেই। সৌম্য পেস বোলিং পারে, সে টপ অর্ডারেও আসতে পারে।’

তিন ডিপার্টমেন্টেই অবদান রাখতে পারেন মোসাদ্দেক, তাকে ভালো প্যাকেজ হিসেবে দেখছেন রাসেল ডমিঙ্গো।

‘মোসাদ্দেক লোয়ার মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি এমন একজন খেলোয়াড় যিনি ম্যাচ শেষ করে আসতে পারবেন। ভালো ফিল্ডার, বোলিং-ব্যাটিং পারেন। মোট কথা ভালো প্যাকেজ।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে একের পর এক ক্যাচ ছাড়তে দেখা যায় বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতেও একই অবস্থা হয়েছিল।

ফিল্ডিং অনেকাংশে নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর উল্লেখ করে কোচ বলেন, ‘আপনি যত এটা নিয়ে কথা বলবেন, যত মনোযোগ দেবেন, তত ভালো হবে। আমাদের উচিৎ ভালো ক্যাচ বা ফিল্ডিং পারফরম্যান্সগুলোর স্মৃতিচারণ করা আর ভুলগুলোর কথা যথাসম্ভব মনে না রাখা। ভুলের প্রতি যত মনোযোগ দেয়া হবে তত ভুল করার প্রবণতা বেড়ে যাবে। একটা দলে কয়েকজন থাকে দুর্দান্ত ফিল্ডার, কয়েকজন মোটামুটি। গুরুত্বপূর্ণ জায়গায় ভালো ফিল্ডারকে রাখতে হয়। আগেই বললাম, আত্মবিশ্বাস বড় এক জিনিস।’

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও কন্ডিশন স্পিনারদের সহায়তা করে। দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রত্যাশা কী?

ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই সাকিবের ফেরা স্বস্তির বিষয়। কয়েক বছর ধরে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এমন জায়গায় খেলা অনেক কঠিন। তাই তার মতো অভিজ্ঞ কাউকে পাওয়া বড় প্রাপ্তি। তাকে খেলতে দেখতে মুখিয়ে আছি।’

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সে প্রসঙ্গ টেনে কোচ বলেন, ‘মিরাজ এখন শীর্ষ পাঁচে আছে। সাদা বলে ভালো করছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদও বোলিংয়ে ফিরছে, এটাও বড় পাওয়া। তরুণ মেহেদী হাসান নিউজিল্যান্ডে ভালো করেছে, তিনিও ভাবনায় আছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/২২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর