thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

আমার বউকে দেখাতে চাই না, নিজেই দেখতে চাই: আফরান নিশো

২০২১ মে ২২ ১৭:৩২:০০
আমার বউকে দেখাতে চাই না, নিজেই দেখতে চাই: আফরান নিশো

দ্য রিপোর্ট প্রতিবেদক: বর্তমান সময়ের অন্যতম ভার্সেটাইল অভিনেতা আফরান নিশো। পর্দায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা যায়। সারা বছরই তার অভিনীত নাটকের অপেক্ষায় থাকে দর্শকরা। এই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের রয়েছে প্রচুর আগ্রহ। কিন্তু স্ত্রী-সন্তানদের বরাবরই আড়ালে রেখেছেন তিনি।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আপনাদের দোয়ায় এখনো বিয়েটা টিকে আছে। বউয়ের সঙ্গে তোলা ছবি ফেসবুকে না দিলে মানুষ মনে করে ডিভোর্স হয়ে গেছে। প্রেমিক-প্রেমিক একসঙ্গে তোলা ছবি ফেসবুকে না দিলেও অনেকে ভাবে তাদের প্রেম ভেঙে গেছে। আসলে আমার বউকে দেখাতে চাই না, নিজেই দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'লাল, সবুজ, হলুদ অনেকেই আছে, তারা ভাবে ছবি কেন দিই না। অবশ্যই এখানে ঘাবলা আছে। মাঝে মাঝে মনে হয়, আমার বউয়ের প্রতি আমার যতটা না কৌতূহল, তার চেয়ে বেশি কৌতূহল তাদের।’

প্রথম প্রেমের প্রসঙ্গে নিশো বলেন, ‘আমি এতই বোকা যে, আমার জীবনে প্রেম একটাই। আর তাকে আমি বিয়ে করেছি।’

প্রসঙ্গত, ১৪ বছরের প্রেমের পর ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন আফরান নিশো। তাদের সংসারে ৬ বছর বয়েসী একটি সন্তান আছে। তার নাম নির্ভর।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর