thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য জয়

২০২১ মে ২৩ ১৬:২৯:৩০
বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য জয়

দ্য রিপোর্ট ডেস্ক: আর্চারি বিশ্বকাপ স্টেজ টু’র রিকার্ভ মিশ্র ইভেন্টের রৌপ্য জয় করেছে বাংলাদেশ।

রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেলে নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের।

সুইজারল্যান্ডের লুজানে বাংলাদেশের হয়ে এই ইভেন্টে অংশ নেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। তাদের হারিয়ে ডাচদের পক্ষে গেব্রিয়েলা স্কোলেসার ও জেফ ফন ডেন বার্গ সোনা জিতে নেন।

চলমান বিশ্ব আসরের রিকার্ভ মিশ্র ইভেন্টের ম্যাচগুলো বসেছিল গেল বৃহস্পতিবার (২২ মে)। কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন রোমান-দিয়া।

প্রথম রাউন্ডের ইরানকে ৫-৩ সেটে হারায়। দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কোয়ার্টারে স্পেনকে ৫-৪ সেটে বিদায় করেন বাংলদেশের দুই আর্চার। সেমিফাইনালে কানাডার বিপক্ষে ৫-৩ সেটে জয় তুলে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর