thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘আমি তো পোলার্ড কিংবা রাসেল নই’

২০২১ মে ২৪ ১৪:০৭:০৮
‘আমি তো পোলার্ড কিংবা রাসেল নই’

দ্য রিপোর্ট প্রতিবেদক: তীব্র দাবদাহের মধ্যেই কাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুপুর ১টায় খেলা শুরু হওয়ায় ক্রিকেটারদের জন্য কাজটি আরও কঠিন। রোববার প্রথম ম্যাচ শেষে এটি সরাসরিই বললেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহীম। তার মতে, অতিরিক্ত গরমের এই আবহাওয়া ক্রিকেট খেলার জন্য আদর্শ নয়। সেটি শুধু গরমের কারণেই নয়, বাতাসের আদ্রতাও মাঠে লম্বা সময় ধরে থাকার অন্তরায়। তবে এটি বেশ ভালোভাবেই সামলেছে বাংলাদেশ দল।

মুশফিকের ভাষ্য, ‘সত্যি বলতে, এটা ক্রিকেটের জন্য আদর্শ পরিস্থিতি নয়। শুধু গরমই নয়, ভেতর থেকে অনেক কিছুই চুসে নেয় এটা। প্রচণ্ড আদ্রতাপূর্ণ আবহাওয়া, অনেক ঘাম ঝরে। প্রতিটি বলে মনোযোগ ধরে রাখতে হয়। তবে আমাদের ক্রিকেটারদের কৃতিত্ব, তারা খুব ভালো সামলেছে। বিশেষ করে বোলাররা। মিরাজ অসাধারণ ছিল, মোস্তাফিজ-সাকিবও সঙ্গ দিয়েছে তাকে।’

বাউন্ডারি কম হাঁকানোর বিষয়ে মুশফিক বলেছেন, ‘আমি বিশাল দেহের কেউ নই যে সহজেই বাউন্ডারি হাঁকাতে পারব। আমি পোলার্ড বা রাসেল নই। আমি নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি। কন্ডিশনও আমাকে সুযোগ দেয়নি খুব বেশি বাউন্ডারি মারার। আমি তাই সময় নিয়েছি, আস্তে আস্তে রান বাড়িয়েছি। একটা প্রান্ত নিরাপদ রাখতেও হতো আমাকে। সেটা আমি করেছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুব সহজ ছিল না। শুরুতে লিটন ও সাকিবকে হারিয়ে আরও একটু চাপে ছিলাম। তবে তামিম সে সময় খুব ভালো ব্যাট করেছে, যে কারণে আমি সময় নিয়ে এগুতে পেরেছি। রিয়াদ ভাইও খুব ভালো ব্যাট করেছেন। সব মিলিয়ে এটা ভালো ম্যাচ ছিল।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর