thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার

২০২১ মে ২৪ ২০:১০:২৩
বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার

দ্য রিপোর্ট ডেস্ক: বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার মুদাসসির গুজ্জার। ২২ বছর বয়সী এই স্পিনারের উচ্চতা ৭ ফুট ৯ ইঞ্চি। এমন উচ্চতার জন্যই হয়তো বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে বিপাকে পড়েছেন মুদাসসির।

গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ ছিলেন এই দীর্ঘদেহী স্পিনার। দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পাননি।

করোনার এই লকডাউনের মধ্যে মুদাসসিরকে বিয়ে করানোর উদ্দেশ্যে তার পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে। তবে দীর্ঘ শারীরিক গঠনের কারণে উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছেন না তারা। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছেন মুদাসসির।

ডেইলি পাকিস্তানের প্রতিবেদন মোতাবেক- এরই মধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন লম্বা মেয়ের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন মুদাসসির। তবে তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন। এ বিষয়ে বাবা-মায়ের পছন্দের দিকেই তাকিয়ে আছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর