thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

২০২১ মে ২৫ ১৭:১১:১৪
সূচকের উত্থান, বেড়েছে লেনদেনও

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬৭ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার। এ হিসেবে ডিএসইতে আগের দিন থেকে ১৮৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, দর কমেছে ১৫০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

দ্য রিপোর্ট/এএস/২৫ মে ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর