thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মিথিলার চির যৌবন কামনা সৃজিতের

২০২১ মে ২৬ ১৬:৫১:৫০
মিথিলার চির যৌবন কামনা সৃজিতের

দ্য রিপোর্ট ডেস্ক: অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা আজ ৩৭ বছরে পা দিয়েছেন। আর এই বিশেষ দিনে ঘড়ির কাঁটায় রাত বারটা বাজতেই সামাজিক মাধ্যমে ভিডিওতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত।

করোনার কারণে এই মুহূর্তে মিথিলা আটকে আছেন ঢাকায়। অন্যদিকে তার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি রয়েছেন কলকাতায়।

এদিন মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৃজিতের পোস্ট করা ছবিতে দেখা যায় ভিডিও কলে তিন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন পরিবারের ৩ সদস্য-মিথিলা, সৃজিত ও আইরা। মিথিলার হাতে ধরা মুঠোফোনের ছবি কেউ তুলেছেন।

সৃজিত বললেন, ‘প্রার্থনা করি তুমি আজীবন চির-যুবতী থাকো!’। নাম না বললেও মার্কিন সংগীত তারকা, নোবলজয়ী শিল্পী বব ডিলানের প্রসঙ্গই এখানে টানলেন সৃজিত। মিথিলার জন্মদিনের ঠিক আগের দিন, ২৪ মে এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন।

উল্লেখ্য, গত বছর লকডাউনের সময়ও আলাদা ছিলেন ‘সৃজিলা’। ২০১৯ সালের ৬ই ডিসেম্বর কলকাতায় বিয়ে করেন তারা। এরপর থেকেই দুই বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর