thereport24.com
ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১,  ৫ রবিউস সানি 1446

বাংলাদেশের টার্গেট ৩-০ : মাহমুদউল্লাহ

২০২১ মে ২৮ ০৯:০১:৪৯
বাংলাদেশের টার্গেট ৩-০ : মাহমুদউল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: হোমে বাংলাদেশ দুর্বার। ২০১৫ সালে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ দিয়ে করেছে শুরু বাংলাদেশ অন্য এক অধ্যায়। সর্বশেষ ৬ বছরে হোমে ১১টি ওয়ানডে সিরিজের ১০টির ট্রফিই ঘরে রেখেছে বাংলাদেশ দল। যে অধ্যায়ে পাকিস্তান,ভারত,দক্ষিণ আফ্রিকার মতো সময়ের সেরা পরাশক্তিরা পর্যন্ত আছে।

সর্বশেষ সংযোজন শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়। শ্রীলংকার বিপক্ষে ৯ম সিরিজে এসে প্রথম ট্রফি জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল এক ম্যাচ হাতে রেখেই।

প্রথম ম্যাচে ৩৩ এবং দ্বিতীয় ম্যাচে ১০৩ রানে জয়ে উজ্জীবিত বাংলাদেশ দলের লক্ষ্য এখন শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ। সে টার্গেটের কথাই বৃহস্পতিবার শুনিয়েছেন মাহমুদউল্লাহ-'অবশ্যই ইনশাল্লাহ। তিন শূন্য অবশ্যই টার্গেট।'

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহনের টিকিট নিশ্চিত করেছে সেবার আইসিসির বেধে দেয়া সময়সীমার মধ্যে সেরা ৮-এ থেকে। ২০২৩ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে থাকতে হবে ওয়ানডে সুপার লিগে সেরা ৮-এ। সেই লক্ষ্যের দিকে একটা একটা করে হার্ডল পেরুচ্ছে বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে (৮ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট) উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ জিতলে (৯ ম্যাচে ৬০ পয়েন্ট) সেই অবস্থান সুসংহত হবে। সে কারণেই সিরিজের শেষ ম্যাচেও সিরিয়াস বাংলাদেশ দল চায় পূর্ন পয়েন্ট।

এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ-' অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাইংয়েল একটা বিষয় থাকে তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার তো কেন নয়? আমি যেটা বললাম আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দিতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার চেষ্টা করব ও ম্যাচটা জিতে ১০টা পয়েন্ট নেয়ার চেষ্ট করব।'

সিরিজের প্রথম দুই ম্যাচে পরিচ্ছন্ন ব্যবধানে জিতলে ব্যাটিং নিয়ে পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারেনি বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে তৃপ্তির ঢেকুর তুলতে চায় বাংলাদেশ দল। টিমমেটদের হয়ে সে বার্তাই দিয়েছেন মাহমুদউল্লাহ-'আমার মনে হয় ওভারঅল ব্যাটিংই হোক, কিংবা বোলিং, আমরা সেরা ক্রিকেটটা এখনো খেলতে পারিনি। এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমরা ব্যক্তিগত ভাবে মনে করি যে টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার লেট মিডল অর্ডার, স্লগ ওভারে প্রথম ম্যাচে তুলতে পারিনি। ওই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের আরেকটু ভাল পারফর্ম করা উচিত। এবং আমরা সেদিকেই তাকিয়ে।'

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর