thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

জুভেন্টাস ছাড়বেন আগেই সতীর্থদের বলেছিলেন রোনালদো

২০২১ মে ২৮ ১৫:৩৭:২২
জুভেন্টাস ছাড়বেন আগেই সতীর্থদের বলেছিলেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ জেতার উদ্দেশ্যে নিয়ে তিন বছর আগে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু তার সে ইচ্ছে পূরণ হয়নি। এদিকে এবার তিনি তুরিনের ক্লাবটিকে এনে দিতে পারেননি সিরি ‘আ’-র শিরোপাও। যে কারণে তাকে যে জুভেন্টাস ছাড়তে হবে, তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে রোনালদো নিজেও চান না আর জুভেন্টাসে থাকতে। আগেই তিনি সতীর্থদের বলে রেখেছিলেন তুরিন ছাড়বেন বলে।

রোনালদোর সঙ্গে যদিও ২০২২ সালের শেষ পর্যন্ত চুক্তি করা আছে জুভেন্টাসের। তবুও তিনি চলতি বছরই ক্লাব ছাড়বেন বলে জোর গুঞ্জন রয়েছে।

ইলেভেন মেসেগারোর রিপোর্ট অনুযায়ী রোনালদো তার জুভেন্টাস সতীর্থদেরকে আগেই ড্রেসিংরুমে বসে বলে রেখেছিলেন, সামনের ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়বেন। এরপর কোথায় যাবেন সিআর সেভেন? মাঝে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদে ফিরে যাচ্ছেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

গত তিন মৌসুমে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো গোল করেছেন ১০১টি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর