thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে টাইগারদের টার্গেট ২৮৭ রান

২০২১ মে ২৮ ১৭:০৮:০৯
লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে টাইগারদের টার্গেট ২৮৭ রান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে টাইগারদের লক্ষ ২৮৭ রান।

শ্রীলঙ্কাকে প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। গড়া হয়ে গেছে ইতিহাসও। এবার বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ।

ওপেনিংয়ে মিলছিল ভালো কিছুর আভাস। তবে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাসকিন তাতে বাগড়া দেন কিছুটা। পরে দুই কুশলের জুটিতে লঙ্কানদের প্রত্যাশাটা বেড়েছিল আরও। যদিও শেষ অবধি আর সেটা তত বড় হয়নি। অধিনায়কের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৬ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই লঙ্কান ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে মাত্র ১১.২ ওভারে ৮২ রান তুলেন পেরেরা-গুনাথিলাকা। ৩৩ বলে দ্রুত ৩৯ রান তুলে আউট হন গুনাথিলাকা। তবে পরের উইকেটে ব্যাট করতে আসা পাথুম নিশানকা পাননি কোনো রান। দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।

তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা মিলে গড়েন ৬৯ রানের জুটি। ৩৬ বলে ২২ রান করে ফেরেন মেন্ডিস। এবারো ঘাতক তাসকিন।

চতুর্থ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নিচ্ছেন অধিনায়ক। সেই সঙ্গে নিজের সেঞ্চুরিও তুলে নিয়েছেন। অবশেষে শরিফুল ইসলামের বলে ১২০ রান তুলে প্যাভিলিয়নের পথে ফেরেন পেরেরা। তার ইনিংসটি ১১টি চার এবং ১টি ছয়ে সাজানো।

পরের উইকেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিরোশান দিকভেলা। রানআউট হওয়ার পূর্বে করেন মাত্র ৭ রান। শেষদিকে রামেশ মেন্ডিসকে নিয়ে দলীয় স্কোরটা কিছুটা বাড়িয়ে নেন ধনঞ্জয়া সিলভা। নিজের ব্যক্তিগত অর্ধশত রানও পূর্ণ করেছেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ রানে। অন্যদিকে ৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন রামেশ মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর