thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস চঞ্চল চৌধুরীর

২০২১ মে ৩০ ২০:০১:১৭
বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস চঞ্চল চৌধুরীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছোট পর্দা কিংবা বড় পর্দা সবখানেই বেশ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় দিয়ে মন জয় করে আসছেন এখনো দর্শকের। গত ৯ মে `মা দিবস`-এ মায়ের সঙ্গে তোলা একটি শেয়ার করেছিলেন এই অভিনেতা। আজ (৩০ মে) রোববার বিকেলে বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করলেন চঞ্চল।

শিক্ষক বাবাকে নিয়ে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, `আমাদের বাবা। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। ছোটবেলা থেকে হাজার মানুষের মুখে শুনেছি। তুমি কিন্তু মাস্টারের ছাওয়াল। ঠিক মতো পড়াশুনা করা লাগবি। ভালো মানুষ হওয়া লাগবি। সৎ মানুষ হওয়া লাগবি বাপের মতন। তা না হলি কিন্তু তুমার বাবার মুখ থাকপিনে।`

চঞ্চন চৌধুরী আরও লিখেন, `শিক্ষকের সন্তানদের জন্য এটা ছিল বাড়তি চাপ। মোটামোটি বাবার মুখ রাখার চেষ্টা এখনও করে চলেছি। নতুন প্রজন্মের সবাই যদি অন্তত: বাবা-মায়ের মুখটা রাখার চেষ্টা করতো। দেশের মঙ্গল হতো।`

তার পোস্টের কমেন্ট বাক্সে মন্তব্য করেছেন অনেকেই। বাবা-ছেলেকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

সিফাত নীল নামে একজন লিখেছেন, `আপনার বাবা একজন অমায়িক মানুষ। আমি উনার সাথে কথা বলেছি। এমন আন্তরিক, নিরহংকারী ও মাটির মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দোয়া রইল আপনাদের সবার প্রতি।`

জুয়েল শিকদার লিখেছেন, `বিনম্র শ্রদ্ধা ভালোবাসা অবিরাম অন্তহীন অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো। পৃথিবীর সকল জীবিত বা মৃত বাবা মায়ের প্রতি। ভালো থাকুন, নিরাপদ থাকুন এপারে ওপারে ও সবখানে।`

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর