thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বঙ্গবন্ধু ডিপিএলে প্রথম দিনেই ছয় ম্যাচ

২০২১ মে ৩১ ১০:২১:৪৬
বঙ্গবন্ধু ডিপিএলে প্রথম দিনেই ছয় ম্যাচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: পর্দা উঠেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (ডিপিএল)। ১২ দলের এই টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে গড়াচ্ছে ছয় ম্যাচ।

সোমবার (৩১ মে) তিন ভেন্যুতে সকাল ৯টা ও দুপুর দেড়টায় মাঠে গড়াবে ম্যাচগুলো।

মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি আবাহনী লিমিটেড।

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর ভেন্যুতে লেজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।

অন্যদিকে প্রাইম দোলেশ্বর ক্লাব বিকেএসপি ৪ নম্বর ভেন্যুতে লড়ছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

দুপুরে মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে খেলাঘর সমাজকল্যাণ স্মৃতির বিপক্ষে।

একই সময়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স ম্যাচটি মাঠে গড়াবে বিকেএসপির তিন নম্বর মাঠে।

বিকেএসপি ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর