thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন অজয়

২০২১ মে ৩১ ১৫:১০:১৯
মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন অজয়

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল। ভারতের মুম্বাইয়ের জুহুতে তাদের ‘শক্তি’ নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। পুরনো এই বাড়ির পাশেই এবার আরী একটি বিলাসবহুল বাড়ি কিনলেন অজয় দেবগন। যার মূল্য ৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৭০ কোটি ১০ লাখ ২২ হাজার ৭৭৩ টাকা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছর ধরে নতুন বাড়ি কেনার জন্য খোঁজ করছিলেন অজয়। সর্বশেষ গত বছরের নভেম্বরে নতুন এ বাড়ির চুক্তি চূড়ান্ত করেন। বীনা বিরেন্দ্র দেবগন ও বিশাল আলিয়াস অজয় দেবগনের নামে গত ৭ মে কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি বাড়িটি অজয়কে হস্তান্তর করে। এ বাড়ির পূর্ব নাম ছিল পুষ্পা।

রিয়েল এস্টেট সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, অজয়ের নতুন এ বাড়ির মূল্য ৬৫-৭০ কোটি রুপি। কিন্তু করোনা সংকটের কারণে কিছুটা কম মূল্েয বাড়িটি কিনেছেন অজয়।

অজয়ের এ বাড়ির পাশে বলিউডের অনেক তারকার বাড়ি রয়েছে। এ তালিকায় রয়েছেন—অমিতাভ বচ্চন, হৃতিক রোশান, ধর্মেন্দ্র, অক্ষয় কুমার প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর