thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল

২০২১ মে ৩১ ১৯:৩৬:১৭
ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (৩১ মে) সকাল ১১টায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এই বিক্ষোভ করে।

জানা যায়, আজ সকালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। এ সময় রোহিঙ্গারা প্রতিমাসে ৫হাজার টাকা, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম এই তথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা বিক্ষোভ করেছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, রোহিঙ্গারা প্রতিমাসে নগদ ৫ হাজার টাকা, মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করে। এমনকি বিভিন্ন দাবি তুলে তারা এখানে থাকতে অনীহা প্রকাশ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর