thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পরাজিত হয়ে নিরাপত্তা হারালেন তারকারা

২০২১ মে ৩১ ১৯:৫২:২৬
পরাজিত হয়ে নিরাপত্তা হারালেন তারকারা

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস ছিলেন টলিউড তারকা প্রার্থীরা। কিন্তু এই দীর্ঘ তালিকা থেকে ভোটে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক হিরণ ও ফ‌্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল।

টলিউড অভিনয়শিল্পী যশ দাশগুপ্ত, পায়েল সরকার, শ্রাবন্তী চ‌্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, পাপিয়া অধিকারী, পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। এবার পরাজিত এসব প্রার্থীর কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হলো।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এসব তারকা প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা আপাতত তুলে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ বিষয়ে তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এখন কোনো প্রার্থী যদি মনে করেন, তার নিরাপত্তা প্রয়োজন আছে, তাহলে উপযুক্ত কারণ দেখিয়ে চিঠি লিখতে হবে কেন্দ্রের কাছে। ভোটের আগে প্রত্যেককেই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা। প্রচারের সময়েও দেখা গেছে, বিজেপির তারকা প্রার্থীদের ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর সদস‌্যরা। আর ভোটের ফলাফল প্রকাশ হওয়ার একমাস না যেতেই কেন্দ্রের এই সিদ্ধান্তে অনেকে অবাক হয়েছেন।

ভবানীপুর আসন থেকে নির্বাচনে হেরে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ। এ বিষয়ে তিনি বলেন—‘আমার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জিজ্ঞেস করেছেন যে, যদি নিরাপত্তা বহাল রাখতে চাই তাহলে চিঠি লিখে জানাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। এক্ষেত্রে আমি নিজেই আর নিরাপত্তা চাইনি। পার্টির ওপর মহল যা ঠিক করার করবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর