thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তামিম জেতালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে

২০২১ মে ৩১ ১৯:৫৮:২৩
তামিম জেতালেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডে বিকেএসপিতে দিনের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

দুই দলের লড়াইয়ে জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টি ভেজা মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রাইমের অধিনায়ক এনামুল হক বিজয়।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমে আসে ১২ ওভারে। ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ সংগ্রহ করে নির্দিষ্ট ওভার শেষে ৫ উইকেটে ৯৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন জাকির হোসেন। এছাড়া মেহেদী হাসান ১৬, সৌম্য সরকার করেন ১৪ রান করেন।

প্রাইমের হয়ে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও ১টি উইকেট নেন শরিফুল ইসলাম।

অল্প কটা রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বলে ২টি চার ও ৫টি ছয়ে ২০৯.০৯ স্ট্রাইক রেটে তামিম ইকবাল ৪৬ রান। এছাড়া রনি তালুকদারের ২৫ (১৯) রানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দলটি।

শেষে মোহাম্মদ মিঠুনের ৮ ও রকিবুল হাসানের ৫ রানে মাত্র ৯.২ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

গাজী গ্রুপের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান, ১ উইকেট নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর