thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডিপিএলের প্রথম দিনে সেরা সাকিব-তামিম-মুশফিক

২০২১ মে ৩১ ২০:০৫:৩০
ডিপিএলের প্রথম দিনে সেরা সাকিব-তামিম-মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবারই নব রুপে শুরু হলো ঢাকা প্রিমিয়ার লিগ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। দুটি ম্যাচ খেলতে হয়েছে ওভার কমিয়ে। এর মধ্যেই জাতীয় দলের তিন তারকা নিজেদের চিনিয়েছেন ম্যাচ জেতানো পারফরম্যান্সে। আবার ব্যর্থ হয়েছেন অনেক তারকাই। মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক ও তরুণ মাহমুদুল হাসান জয়ের মতো অনেকেই আলো ছড়িয়েছেন আজ।

জাতীয় দলের শেষ সিরিজে ব্যর্থ হওয়া সাকিব ঢাকা লিগে ফর্মে ফেরার আভাস দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলায় সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে টি-টোয়েন্টি ম্যাচে ১২৫/৬ রানে থামিয়ে ১ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পেয়েছে সাকিবের নেতৃত্বাধীন মোহামেডান। দলের জয়ে বল হাতে ২৯ রান খরচায় ২ উইকেট শিকারের পাশাপাশি ২২ বলে দুই চার ও এক ছক্কায় ২৯ রান করে ম্যাচসেরা হন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে মুশফিকের ত্রাতা বনে যাওয়াতেই সিরিজ জিততে পেরেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা তিনি টেনে আনলেন ঘরোয়া লিগেও। শুরুতে অস্বস্তিতে থাকলেও শেষ পর্যন্ত ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন মুশফিক।

তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে জয় পেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাত্র ২২ বলে দুই চার ও ৫টি ছক্কায় ৪৬ রান করে ফেরেন তামিম। তার বিধ্বংসী ইনিংসে ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সহজ জয় পেল প্রাইম ব্যাংকের দলটি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর