thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

লর্ডসে অভিষেকে কনওয়ের দুর্দান্ত রেকর্ড

২০২১ জুন ০৩ ১০:৫৫:১০
লর্ডসে অভিষেকে কনওয়ের দুর্দান্ত রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক: এমনিতেই অভিষেক টেস্ট খেলতে নেমেছেন। তার ওপর নিজের প্রিয় জায়গা মিডল অর্ডারে ব্যাট করতে নামতে পারেননি। সব মিলিয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্নায়ুচাপেই ভোগার কথা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ের। কিন্তু সব চাপকে উড়িয়ে দিয়ে লর্ডসে ইতিহাসই গড়লেন কিউই ব্যাটসম্যান। ক্রিকেটের অভিজাত অঙ্গনে পা রাখলেন সেঞ্চুরি করে।

টেস্টে অভিষেকে সেঞ্চুরি অনেকেরই আছে। এমন কীর্তিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের সংখ্যাটাও কম নয়, কনওয়ের আগে ১১ জন গড়েছেন এ কীর্তি। তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের সব ব্যাটসম্যানের চেয়ে আলাদা কনওয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর লর্ডসে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ব্যাটসম্যান কনওয়ে। তার হার না মানা ১৩৬ রানের সুবাদে ৩ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করেছে কিউইরা।

কনওয়ের স্মরণীয় দিনে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৩ রান করে জেমস অ্যান্ডারসনের শিকারে পরিণত হয়েছেন তিনি। হেনরি নিকোলস ৪৬ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত রবিনসন নিয়েছিলেন ২ উইকেট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর