thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৩২ জনের বেশি নিহত

২০২১ জুন ০৬ ১০:০৮:৩৪
বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় ১৩২ জনের বেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় ১৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা সারারাত হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কেউ বা কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।

প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে’

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর