thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আইসিসি প্লেয়ার অব দা মান্থে মনোনীত মুশফিক

২০২১ জুন ০৮ ১৬:০৩:১৯
আইসিসি প্লেয়ার অব দা মান্থে মনোনীত মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ড সফরটা ভালো না কাটলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে ওঠেন দেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করে প্রথম দুটি ম্যাচে জয় বের করে আনে টাইগাররা। আর এসব পারফরম্যান্সেরই পুরস্কারের জন্য ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ -এ সেরা তিন জনের তালিকায় রেখেছে।

আইসিসি প্লেয়ার অব দা মান্থ-এর সংক্ষিপ্ত তালিকায় মুশফিকের সঙ্গে রয়েছেন পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রামা।

মুশফিককে ভোট দিতে ক্লিক করুন

গত মাসে (মে) শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো সিরিজে হারায় বাংলাদেশ। এই রেকর্ডে বড় অবদান ছিল মুশফিকের। সিরিজের ৮৪ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ম্যাচে খেলেন ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে টাইগাররা।

যদিও শেষ ম্যাচটায় হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রানে সাজঘরে ফিরলেও মোট ২৩৭ রান নিয়ে হন সিরিজ সেরা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর