thereport24.com
ঢাকা, সোমবার, ১৪ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮,  ৪ জিলকদ  ১৪৪২

আমেরিকার কাছে ২০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

২০২১ জুন ০৮ ২০:৫৭:৫৫
আমেরিকার কাছে ২০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আমেরিকার কাছ থেকে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ, দ্রুতই পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে একথা জানান তিনি।

প্রথম থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানান ভুলের কারণে ঝুলে গেছে টিকা পাবার সম্ভাবনা। এখনও বাকী আছে প্রথম ধাপের ১৫ লাখ মানুষের ডোজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৭৫তম অধিবেশনের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।সে সময় তার সঙ্গে দেখা হবার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুরোধ করবে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার বিষয়ে এখন পর্যন্ত ভারতের সাথে আলোচনার ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি। তবে, মন্ত্রী আশাবাদী চীন রাশিয়ার টিকা নিয়ে। জাতিসংঘের আমন্ত্রণে আমেরিকা সফরে রোহিঙ্গা ইস্যু সমাধানেও জোর দেবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর