thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মোস্তাফিজ মিঠুনের কাছে হারলো দোলেশ্বর

২০২১ জুন ১০ ১৭:০৩:০৪
মোস্তাফিজ মিঠুনের কাছে হারলো দোলেশ্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচে ১ পয়েন্ট পাওয়ার পর টানা ৪ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছিল প্রাইম দোলেশ্বর।এই দলটিই ৬ষ্ঠ রাউন্ডে এসে দেখলো প্রথম হার।তামিমের প্রাইম ব্যাংকের কাছে হেরে গেলো দোলেশ্বর ৩ রানে।

শেষ ওভারে ৩১ রানের টার্গেট অসম্ভব ধরে নিয়েছিল যারা, তাদেরকে শেষ বল পর্যন্ত অপেক্ষায় রেখেছেন প্রাইম দোলেশ্বরের টেল এন্ডার কামরুল ইসলাম রাব্বী !

রুবেল হোসেনকে প্রথম ৫ বলে ৪টি ছক্কা একটি ডাবলস নিয়েছেন। শেষ বলে বাউন্ডারি হলেই 'টাই' হতো ম্যাচটি। ছক্কা হলে জিতে যেতো দোলেশ্বর।তবে তা পারেননি কামরুল ইসলাম রাব্বী। ১ রানে থেমেছেন তিনি।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে তামিম (১২ বলে ৮),রনি তালুকদার (০) দ্রুত ফিরে যাওয়ার পরও চ্যালেঞ্জিং টোটাল (১৫১/৭) পেয়েছে প্রাইম ব্যাংক। তা সম্ভব হয়েছে ৪র্থ উইকেট জুটির ৪১ এবং ৫ম উইকেট জুটির ৩৮ রানে। বিজয় এদিন টোয়েন্টি-২০ মেজাজে ব্যাটিং করেছেন (১৮ বলে ২৯)। স্লগে কাপালী দারুণ সার্ভিস দিয়েছেন (১৪ বলে ২৬)।

এক এন্ড আগলে রেখে শেষ ওভার পর্যন্ত খেলেছেন মিঠুন (৫০ বলে ৫ চার,১ ছক্কায় ৫৫)। দোলেশ্বরের বাঁ হাতি স্পিনার করেছেন মিতব্যয়ী বোলিং (৪-০-১৭-১)। কামরুল ইসলাম রাব্বী করেছেন দারুণ বোলিং (৪-০-২২-২)।

জবাব দিতে এসে আগের ম্যাচের ম্যাচ উইনার ইমরানুজ্জামানকে (০)ইনিংসের দ্বিতীয় বলে মোস্তাফিজ বোল্ড আউটে ফিরিয়ে দিলে ব্যাকফুটে নেমে যায় প্রাইম দোলেশ্বর। রুবেলের বলে শামীম পাটোয়ারী (১) রিটার্ন ক্যাচ দিলে প্রাইম দোলেশ্বরের স্কোরটা হয়ে যায় ৭৬/৫ !

সেখান থেকে কামরুল ইসলাম রাব্বীর ১২ বলে ২ চার,৪ ছক্কায় ৩৮ রানের হার না মানা ইনিংসে স্কোরটা শেষ পর্যন্ত টেনে নিতে পেরেছে দোলেশ্বর ১৪৮/৯ পর্যন্ত। দারুণ বল করেছেন মোস্তাফিজ (৪-০-২৫-৩)। শরীফুল করেছেন মিতব্যয়ী বোলিং (৪-০-১৫-২)। তবে মার খেয়েছেন রুবেল (৪-০-৪৬-২)।


প্রাইম ব্যাংক : ১৫১/৭ (২০.০ ওভারে)
প্রাইম দোলেশ্বর : ১৪৮/৯ (২০.০ ওভারে)
ফল : প্রাইম ব্যাংক ৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ মিঠুন (প্রাইম ব্যাংক)।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর