thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাভারে ক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

২০২১ জুন ১১ ১৪:৪১:৫৭
সাভারে ক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার সাভারে ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাত দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামে পাশাপাশি একটি পাট ও ধইঞ্চা ক্ষেত থেকে মরদেহ দুটি পাওয়া যায়।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। ক্ষেতের মধ্যে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পাওয়া গেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দুটি একটি থেকে আরেকটি অন্তত ৫০-৬০ মিটার দূরত্বে ছিল।’

সাভার ১ নম্বর ওয়ার্ডের মেম্বার রহমত আলী বলেন, ‘ভোরে হারুলিয়া গ্রামের কাজ করতে গিয়ে পাট ও ধইঞ্চাক্ষেতে দুই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাদের গলায়ও ধারালো অস্ত্রের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো একসময় মরদেহগুলো এখানে ফেলা যাওয়া হয়েছে। তবে নিহত দুই যুবককের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর