thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি আবাহনী-মোহামেডান

২০২১ জুন ১১ ১৫:০৩:৫২
ঐতিহ্যের লড়াইয়ে মুখোমুখি আবাহনী-মোহামেডান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

শুক্রবার (১১ জুন) দুপুরে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর ব্যাট করতে নেমেছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন মোহামেডান।

মুশফিকুর রহিমের অধিনায়কত্বে ডিপিএলে বেশ ভালো অবস্থানেই আছে আবাহনী। ছয় ম্যাচে পাঁচ জয় তুলে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান সমান ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে। ছয় পয়েন্ট তুলে তারা ছয়ে অবস্থান তাদের।

মোহামেডান একাদশ

আব্দুল মজিদ, পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সাকিব আল হাসান, শামসুর রহমান শুভ, আসিফ হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, শুভাগত হোম, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি।

আবাহনী একাদশ

মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, একেএস স্বাধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর