thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

অর্থ কষ্টে কঙ্গনা

২০২১ জুন ১২ ১০:৩৩:০৬
অর্থ কষ্টে কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত আর্থিক অনটনে আছেন। ফলে আয়কর দিতে পারছেন না তিনি।

কঙ্গনা নিজেই একথা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখলেন, লকডাউনের জন্য হাতে কাজ নেই। তাই এখনও গত বছরের অর্ধেকের বেশি কর দিতে পারিনি। যদিও এ রকম দেরি জীবনে প্রথমবার হলো।

এও জানিয়েছেন, তার জন্য তাকে অতিরিক্ত জরিমানা দিতে হচ্ছে।

২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন কঙ্গনা। ও লামহে (২০০৬), লাইফ ইন আ... মেট্রো (২০০৭), ও ফ্যাশন (২০০৮) ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হন।

কঙ্গনা ক্যারিয়ারে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর