thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিড়ি শিল্পে নতুন শুল্ক আরোপ না করায় দোয়া মাহফিল 

২০২১ জুন ১২ ১৯:৪১:১১
বিড়ি শিল্পে নতুন শুল্ক আরোপ না করায় দোয়া মাহফিল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:২০২১-২০২২অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরীতে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলার নাভারনে অবস্থিত ফ্যাক্টরিতে যশোর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের যশোর অঞ্চলের ফ্যাক্টরি কো-অর্ডিনেটর শান্ত কুমার সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বুলি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের আহবায়ক ফজলুর রহমান, শ্রমিক নেত্রী মায়া বেগম। অনুষ্ঠানে বিড়ি শিল্পের সাথে জড়িতরা বাজেটে বিড়ির উপর শুল্ক বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রীর বিড়ি শ্রমিকদের রক্ষার উদ্দ্যোগকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্ররীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

দ্য রিপোর্ট/এএস/১২জুন ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর