thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দেশে সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএনপিই সংকটে: কাদের

২০২১ জুন ১৩ ১৪:৫১:৫৭
দেশে সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএনপিই সংকটে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত- বিএনপি নেতাদের এরকম মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে সংকটময় কোনো পরিস্থিতি নেই, বরং বিএনপির রাজনীতিই এখন গভীর সংকটে।

রোববার (১৩ জুন) সকালে সরকারি নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নিজেদের জন্য সংকট তৈরি করেছে বিএনপি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা তদের ব্যর্থতা আড়াল করার জন্য কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন। কর্মীদের রোষানল থেকে রক্ষা করার জন্য এখন বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢালস্বরূপ।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপির আন্দোলনে আ.লীগ ভেসে যাবে- এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আ.লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁকডাকে ভেসে যাবে।

ওবায়দুল কাদের আরও বলেন, জনগণ দীর্ঘদিন বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁকডাক শুনেছে। এছাড়া আন্দোলনের ডাক দিয়ে নেতাদের শীতনিন্দ্রায় চলে যাওয়াও দেখেছে বিএনপি কর্মীরা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর