thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

২০২১ জুন ১৪ ০৯:৫২:৪১
রাঙামাটিতে গ্রাম প্রধানকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাঙামাটির জুরাছড়িতে পাথর মনি চাকমা (৬০) নামে এক গ্রাম প্রধানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার লুলাংছড়ির এই গ্রাম প্রধানকে তার বাড়িতে একদল অজ্ঞাত বন্দুকধারী সন্ত্রাসী রবিবার (১৩ জুন) রাত ৯টার দিকে গুলি করে হত্যা করে।

জুরাছড়ি থানার ওসি মো. শফিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফোর্স সেখানে গেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। তবে গ্রাম প্রধান বা কার্বারি পাত্থরমনি চাকমাকে যে হত্যা করা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত।

তবে কে বা কারা, কিংবা পাহাড়ের বিবাদমান কোন আঞ্চলিক দল অথবা অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত কি-না তাৎক্ষণিকভাবে এর কিছুই জানাতে পারেননি তিনি।

পাহাড়ের চারটি আঞ্চলিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ঘটনা নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর