thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

২০২১ জুন ১৫ ১২:১৩:০৩
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ৩৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে সাড়ে ৩ ঘণ্টা। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে ওই যানজট শুরু হয়।

ময়মনসিংহের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ। এই সামান্য পথটুকু যেতে সময় লাগার কথা ৩৫ মিনিট। কিন্তু সকাল থেকে গাড়িতেই সাড়ে ৩ ঘণ্টা ধরে বসে আছি। এখন মনে হচ্ছে অসুস্থ হয়ে যাবো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুন) ভোররাত থেকে ভারী বৃষ্টি হয় এসব এলাকায়। এছাড়া ধৌউর ব্রিজ এলাকায় ১৪ চাকার একটি ট্রলি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানীর এয়ারপোর্ট রোড, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোডেও যানজট লেগেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানায়, ‘বিআরটি প্রজেক্টের কাজ চলমান থাকায় এবং বৃষ্টিতে মহাসড়কের কোথাও কোথাও পানি নিষ্কাশন না হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর