thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

জনসনের এক ডোজের টিকার জরুরি অনুমোদন

২০২১ জুন ১৫ ১৮:৪৫:৫২
জনসনের এক ডোজের টিকার জরুরি অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এটিই দেশে অনুমোদন পাওয়া এক ডোজের প্রথম কোনো ভ্যাকসিন।

আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেলজিয়ান অঙ্গ-প্রতিষ্ঠান জ্যানসেন ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করেছে।
মঙ্গলবার (১৫ জুন) ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। এটি বাংলাদেশ সরকারের ডিপ্লয়ম্যান্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। ভ্যাকসিনটি ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য।

বাংলাদেশে এই টিকার স্থানীয় এজেন্ট হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ।

গত ১২ মার্চ এই ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া যুক্তরাষ্ট্র অনুমোদন দেয় গত ২৭ ফেব্রুয়ারি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর