thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

করোনা প্রতিরোধে কার্যকরি আরেকটি ওষুধ আবিস্কার

২০২১ জুন ১৬ ১৫:০৫:১৬
করোনা প্রতিরোধে কার্যকরি আরেকটি ওষুধ আবিস্কার

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী আরেকটি জীবন রক্ষাকারী চিকিৎসা পাওয়ার দাবি করেছেন গবেষকরা। ওষুধটি আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি রেজেনারন ফার্মাসিউটিক্যালস।

রেজেন-কোভ নামের এই অ্যান্টিবডি থেরাপি করোনা আক্রান্তদের সম্পূর্ণ সুস্থ করে তুলতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। রেজেন-কোভ মূলত দুটি মনোক্লোনাল অ্যান্টিবডির সংমিশ্রণে (ক্যাসিরিভিমব এবং ইমদেবীমবের নামে পরিচিত)। যা করোনারর বিরুদ্ধে কার্যকর। যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে এটির ট্রায়াল চলছে।

এখন অবধি পাওয়া ফলাফলে দেখা গেছে, এটি হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ এক তৃতীয়াংশ রোগীর জীবন বাঁচাতে সক্ষম। গবেষণায় যুক্তরাজ্যের হাসপাতালের ৯ হাজার ৭৮৫ রোগীর প্রায় এক তৃতীয়াংশ সুস্থতা পাওয়া গেছে। ১০০ গুরুতর অসুস্থ রোগী থেকে ৬ জনের জীবন রক্ষা হতে দেখা গেছে।

বর্তমানে এর চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। তবে এটি শেষ হবে এ বছরের শেষ নাগাদ।

এরই মধ্যে ট্রায়াল থেকে যে তথ্যের ওপর ভিত্তি করেই এর কার্যকারিতার দাবি করেছে রেজেনারন ফার্মাসিউটিক্যালসও।

তবে এই ওষুধটি বেশ ব্যয়বহুল। যার দাম ১০০০ থেকে ২০০০ পাউন্ড করে।

ট্রায়ালের মাধ্যমে চিকিৎসা পাওয়া কিম্বারলে ফেথারস্টোন বিবিসিকে বলছিলেন যে, আমি অত্যন্ত ভাগ্যবান, আমি এই ওষুধের সহযোগিতা পেয়েছি এবং এই ওষুধটি কার্যকর কিনা তা খুঁজে বের করতে সহযোগিতাও করতে পেরেছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর