thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শেষ হচ্ছে বারাকা পতেঙ্গার আইপিও আবেদন

২০২১ জুন ১৭ ১১:১৭:৫৮
শেষ হচ্ছে বারাকা পতেঙ্গার আইপিও আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ ১৭ জুন বৃহস্পতিবার পুঁজিবাজার থেকে উত্তোলনের অনুমোদন পাওয়া বারাকা পতেঙ্গার আইপিওতে আবেদনের সময়সীমা হচ্ছে। এর আগে গত ১৩ জুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিলো । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগেবুক বিল্ডিং পদ্ধতিতেঅর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩২ টাকা।

বারাকা পতেঙ্গা, গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

জানা যায়, কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। বি ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা।৩০ জুন২০২০ সালের এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয়।

দ্য রিপোর্ট/এএস/১৭জুন,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর