thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মার্কেন্টাইল ব্যাংকের বন্ড বিক্রির ঘোষণা 

২০২১ জুন ১৭ ১১:২৫:১৫
মার্কেন্টাইল ব্যাংকের বন্ড বিক্রির ঘোষণা 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেপুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। নতুন প্রস্তাবনায় পুরো টাকা বন্ডের মাধ্যমে না তুলে মোট টাকার ১০ শতাংশ বা ৭০ কোটি টাকাগণপ্রস্তাবের (Public Offer) মাধ্যমে সংগ্রহ করবে ব্যাংকটি। সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে্ এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পারপেচুয়াল বন্ড ইস্যুতে নতুন শর্ত আরোপ করে একটি নির্দেশনা জারি করায় সে সিদ্ধান্ত থেকে সরে আসার বাধ্যবাধকতা দেখা দেয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ‘প্রত্যেক ব্যাংকের বে-মেয়াদি বন্ডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। আর বন্ডের মোট আকারের ন্যুনতম ১০ শতাংশ পাবলিক অফারের মাধ্যমে বরাদ্দ দিতে হবে’।

কমিশনের নতুন নির্দেশনার প্রেক্ষিতেই মার্কেন্টাইল ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাবে এই পরিবর্তন আনা হয়েছে।

দ্য রিপোর্ট/এএস/১৭জুন,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর