thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চীনের ৯১ হাজার ২০০ ভ্যাকসিন এলো চট্টগ্রামে

২০২১ জুন ১৮ ১৫:৩০:০৫
চীনের ৯১ হাজার ২০০ ভ্যাকসিন এলো চট্টগ্রামে

দ্য রিপোর্ট প্রতিবেদক: চীন থেকে পাওয়া সিনো ফার্মার ৯১ হাজার ২০০ কোভিট-১৯ ভ্যাকসিন পেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম।

শুক্রবার (১৮ জুন) সকালে এই ভ্যাকসিন চট্টগ্রামে এসে পৌঁছেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আনুষ্ঠানিকভাবে এসব ভ্যাকসিন গ্রহণ করেন।

দুপুরে ফজলে রাব্বি নিজে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শুধুমাত্র চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের একটি কেন্দ্র থেকে পূর্বে নিবন্ধিত কিন্তু ভ্যাকসিন না পাওয়া ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ‍পুলিশ এবং বিদেশগামীরা এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।

সিভিল সার্জন বলেন, ‘আজ সকাল ৭টায় সিনো ফার্মার ৯১ হাজার ২০০ ভ্যাকসিন আমরা গ্রহণ করেছি। এসব ভ্যাকসিন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের একটি মাত্র কেন্দ্র থেকে প্রদান করা হবে। টিকা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ কেন্দ্র নির্ধারণ করে পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি। দ্বিতীয়ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, তৃতীয়ত পুলিশ বাহিনীর সদস্য এবং বিদেশগামী অভিবাসী অনুমোদিত যাত্রী, চতুর্থত মেডিক‌্যাল ও ডেন্টাল শিক্ষার্থী, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। এর পরবর্তীতে অগ্রাধিকার পাবে পাবলিক বিশ্বাবদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, সরকারি বড় উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। ২৮ দিনের বিরতিতে দুটি টিকা প্রদান করা হবে।’

আগামী ২ দিনের মধ্যে চট্টগ্রামে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর