thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সুপার লিগ শেষ তাসকিনের

২০২১ জুন ১৮ ২০:০৪:৩৪
সুপার লিগ শেষ তাসকিনের

দ্য রিপোর্ট প্রতিবেদক: লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফর্ম করেন পেসার তাসকিন আহমেদ। এরপর ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়েও খেলছেন দারুণ। চলতি মৌসুমে ১০ উইকেট নিয়েছেন লিগ পর্বের ৮ ম্যাচে।

কিন্তু চোট যে তার নিয়মিত সঙ্গী। এবার হাতের তালুতে লেগেছে পাঁচটি সেলাই। গত ১৬ জুন খেলাঘরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন। আঘাতের জায়গায় চামড়া ফেটে গেছে, সেখানে ৫টি সেলাই দেওয়া হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করেছে, আপাতত ৭ দিন মাঠে নামতে পারবেন না তাসকিন আহমেদ। তাই সুপার লিগ খেলার সম্ভাবনাও শেষ।

অন্যদিকে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানও ছেড়ে গেছেন দল। শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এদিকে শনিবার সুপার লিগের প্রথম ম্যাচেই আবাহনীর মুখোমুখি হবে দলটি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর