thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘আত্মগোপন ষড়যন্ত্র কিনা, খতিয়ে দেখতে পুলিশ হেফাজতেই থাকছেন ত্ব-হা’

২০২১ জুন ১৮ ২০:১০:০৪
‘আত্মগোপন ষড়যন্ত্র কিনা, খতিয়ে দেখতে পুলিশ হেফাজতেই থাকছেন ত্ব-হা’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সফরসঙ্গীর আত্মগোপনের ঘটনাটি রাষ্ট্র বা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কোনো ষড়যন্ত্র ছিল কি-না, তা খতিয়ে দেখতে আপাতত ত্ব-হা পুলিশ হেফাজতেই থাকছেন বলে জানিয়েছেন রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড ক্রাইম) আবু মারুফ হোসেন।

শুক্রবার (১৮ জুন) রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত কারণে’ গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় বন্ধু শিহাবের বাসায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা। তার সঙ্গীরাও সেখানে ছিলেন। এরপর তাকে সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গোপন সূত্রে আমরা জানতে পারি ত্ব-হা তার (রংপুর নগরের) চারতলার মসজিদে প্রথম স্ত্রীর সঙ্গে আছেন। সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীদেরও সন্ধান পেয়েছেন বলে তিনি জানান ।

উল্লেখ্য, গত ১০ জুন দিবাগত রাত থেকে আবু ত্বহা, তার দুই সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন নিখোঁজ ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর