thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস

২০২১ জুন ১৮ ২০:১১:৩৯
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস

দ্য রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেলেন অ্যান্টনিও গুতেরেস। আজ শুক্রবার সংস্থার সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে।

৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

চলতি মাসের প্রথম দিকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচনের জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। পরে সেই প্রস্তাব সাধারণ পরিষদের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর