thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে পাঁচ ভাগের এক ভাগ 

২০২১ জুন ১৯ ১৩:১১:১২
সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে পাঁচ ভাগের এক ভাগ 

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানেঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে ১৯.৬১ শতাংশ অর্থ্যাৎ প্রায় পাঁচ ভাগের এক ভাগ । সূচকের পাশাপাশি বাজার মুলধনও কমেছে এ সপ্তাহে । অর্থ্যাৎ নেতিবাচক একটি সপ্তাহ পার করলো পুঁজিবাজার ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৯ হাজার ৭৯৮ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৩৮৯ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার বা ১৯.৬১ শতাংশ লেনদেন কমেছে। যা গত সপ্তাহের পাঁচ ভাগের এক ভাগ ।

সপ্তাহের ব্যবধানেডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৯ পয়েন্ট কমেছে। এছাড়া,শরীয়াহ সূচক কমেছে ৮.৫৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক কমেছে৮ দশমিক ০৪ পয়েন্ট ।

সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন কমে দাঁড়ায়৫ লাখ ৮ হাজার ১৩৪ কোটি ৮২ লাখ ৪৭হাজার টাকায়। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানেসপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১ হাজার ৮০২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা।

দ্য রিপোর্ট/এএস/১৯ জুন,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর