thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

দেবীর সাজে জয়া আহসান

২০২১ জুন ২০ ০৬:৫১:১২
দেবীর সাজে জয়া আহসান

দ্য রিপোর্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অন্য রকম কিছু শেয়ার করেছেন জয়া আহসান। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে লেখেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে— জয়া আহসান।’

ছবিটি শেয়ার করে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’ তার ভক্তদের অনেকেই পছন্দ করেছেন।

ছবিতে জয়াকে ঘিরে প্রস্ফুটিত পদ্মের মেলা। ঠিক যেন দেবী চণ্ডীর প্রতিনিধি। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। অভিনেত্রীর খোলা চুল হাওয়ায় উড়ছে।

কাজের ক্ষেত্রে ঢাকা-কলকাতার বেশ কিছু সিনেমায় দেখা যাওয়ার কথা জয়াকে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিগুলো একে একে মুক্তি পাবে।

সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন। এর আগে নিজের প্রযোজিত ‘দেবী’তে অভিনয় করলেও দ্বিতীয় ছবিতে থাকবেন কি-না জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর