thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যমজ সন্তান জন্ম দিলেন উসাইন বোল্টের বান্ধবী

২০২১ জুন ২১ ১৮:৫৩:৫৪
যমজ সন্তান জন্ম দিলেন উসাইন বোল্টের বান্ধবী

দ্য রিপোর্ট ডেস্ক: অলিম্পিক দৌড়ে সাবেক চ্যাম্পিয়ন জ্যামাইকার গতিমানব উসাইন বোল্টের বান্ধবী কাসি বেনেট এবার যমজ সন্তানের মা হলেন।

বাবা দিবসে উসাইন তাদের নাম লিও বোল্ট ও থান্ডার বোল্ট রেখেছেন বলে ইনস্টাগ্রামে জানান। সন্তান দুটির একাধিক ছবিও পোস্ট করেন।

বান্ধবী কাসি বেনেটের সঙ্গে গত ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন উসাইন বোল্ট। তাদের আগের একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বার বান্ধবীর সন্তান হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন বোল্ট।

কাসিও উসাইনকে ‘গ্রেটেস্ট ড্যাডি’ হিসেবে অভিহিত করে তাদের সবার ছবি পোস্ট করে মন্তব্য করেন- ‘হ্যাপি ফাদারস ডে টু মাই ফর এভার লাভ’। এও বলেন, উসাইন তুমি আমাদের পরিবারের সবাইকে বিস্ময় উপহার দিয়েছ। অশেষ ভালোবাসা তোমাকে।

জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইটে উসাইনকে অভিনন্দন জানিয়েছেন।
খবর ডেইলি মেইল

(দ্য রিপোর্ট/আরজেড/২১ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর